Realization

প্রোডাক্টিভিট শব্দটি আজ আমাদের খুবই পরিচিত শব্দ। কিন্তু এই প্রোডাক্টিভ মানুষ হওয়ার যাত্রাতে আমরা বিভিন্ন জিনিস এর মাধ্যমে আমাদের সময় বাচাই, হতে পারে কোনো অনলাইন বা অফলাইন টুল ব্যবহার করার মাধ্যমে। 

কিন্তু অনেকে আছে যারা প্রথম প্রথম তারা কোথায় কিভাবে সময় নষ্ট করছে তা জানার জন্য কোনো ট্রেকার ব্যবহার করেন, তখন তারা হয়তো খেয়াল করেন,

আর বলেন হয়তো আয়হায়, হোয়াট ইত্যাদি,

কারণ?

কারণ হলো -

যখন ট্রেকার চেক করা হয় তখন সে দেখে,

ফেসবুক - ৫ ঘন্টা 

ইউটিউব - ৪ ঘন্টা 

গেম - ৬ ঘন্টা 

ইন্সট্রাগ্রাম - ৩ ঘন্টা 

ইত্যাদি। 

মাথায় হয়তো তখন হতাশা গ্রাশ করে। কিন্তু দেখা যায় দিন শেষে আমরা এই হতাশা নিয়েই কয়েক ঘন্টা বা কিছুটা সময় কাটাই তারপর আগের মতোই হয়ে যাই। 

তাই আমার মতে ধাপে ধাপে আগাতে হবে, যেমন :- 

যদি আজ দেখি যে, আমি ফেসবুকে বা ধরুন ইউটিউবে সময় অনেক নষ্ট করেছি, একটা কিছু ভিতরে বা কেউ একজন বলছে বা একটা রিয়েলাইজেশন হচ্ছে যে ঠিক করছি না, অনেক সময় নষ্ট করেছি।

তখন এই রিয়েলাইজেশনটা আশাকরা যায় আপনার চেঞ্জ হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, 

তখন ইন্সটেন্ট কিছু পদক্ষেপ নিন। 

১) পিসিতে হলে হোস্ট ফাইল থেকে ফেসবুক বা ইউটিউব বা যেটাতে আপনার সময় নষ্ট হচ্ছে সে ওয়েবসাইট ব্লক করে দিন। (সার্চ করুন - Block website using host or block facebook using host)

২) আর না হলে এক্সটেনশন, যেমন :- Focus, StayFree, Web Activity Tracker etc এই ধরণের টুল ব্যবহার করতে পারেন। আর app চাইলে stayfree এর ডেস্কটপ app ও আছে। 

৩) মোবাইলের ক্ষেত্রেও এরকম app বা stayfree ব্যবহার করতে পারবেন।

আর এসকল app এর মাধ্যমে আপনি আপনার প্রোডাকটিভি অনেক বাড়াতে পারবেন। যেমন: রিপোর্ট দেখে, app বা ওয়েবসাইট ব্লক করে ইত্যাদি আরও অনেকভাবেই পারবেন।

আপনি একটু ব্যবহার করলেই আশাকরি বুঝতে পারবেন। 

এটা হলো আপনার ১ম পদক্ষেপ, সামনে আরো ডিটেলসে আলোচনা করবো ইন শা- আল্লা-হ। পে

.....

Productivity Series - পর্ব ১
Follow me on Facebook - https://facebook.com/TanmoyArafatBD
Subscribe my YT channel - https://www.youtube.com/@TanmoyArafat